রক্তদান কর্মকান্ডে কলকাতা পুলিশকর্মী বাপন দাস মাইলস্টোন

0
488

শুভদীপ ভট্টাচার্য, নিউজডেস্কঃ

কলকাতা পুলিশের কর্মরত চাকুরে বাপন দাস। ভি আই পি দের দেহরক্ষীর পরিষেবা দেন তিনি। স্বামীজির চিন্তার আদর্শে বিশ্বাসী। বেদবাক‌্যের মত বিশ্বাস করেন’জন্মেছিস যখন একটা দাগ রেখে যা’। দাগ রাখতে হন‌্যে হয়ে ঘুরেছেন জেলা থেকে জেলা। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, উত্তর দিনাজপুর। রক্তের প্রয়োজেনে সাধারণ মানুষের মুখে মুখে ফেরে বাপন দাসের নাম। ‘বাপন দাস, বারোমাস’ বলে ঠাট্টার ভঙ্গিতে প্রশংসা‌য় পঞ্চমুখ সহকর্মীরা।

নিজস্ব চিত্র

চিকিৎসা করাতে গিয়ে হসপিটালের জরাজীর্ণ বেডে, দিদিকে রক্তের অভাবে কাতরাতে দেখে, তারাশঙ্করের ‘ধাত্রীদেবতার’ শিবনাথের মত দেশের কাজে নিজেকে নিয়োজিত করবার সংকল্প গেঁথে যায় মনে। সংকল্পকে ঘিরে জমতে থাকে স্বপ্ন-আশা। সেই স্বপ্নই আজ বাপন দাসকে পরিচিতি দিয়েছে বিশ্বমানবের সঙ্গে।
চিকিৎসা ব‌্যাবস্থার নানা ত্রুটি নিয়েই ‘সগৌরবে চলিতেছে’ মার্কা ঘোষণার জানান দিয়ে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। হসপাতালের বেড নেই, প্রয়োজনীয় নার্স নেই, চিকিৎসা পরিষেবা দেওয়ার ডাক্তারও নেই। এই অকুল পাথারে ভাসতে ভাসতে রোগী পরিবার যখন খড়কুটো আঁকড়ে তীরে এসে তরী সামলাতে চায়, তখন সে শোনে ব্লাডব‌্যাঙ্কে রক্তও নেই, প্রয়োজনীয় রক্তের অভাবে অনেক সময় মারা যায় রোগী। এই একান্ত নিঃসহ মৃত‌্যুকে রোধ করতেই চ‌্যালেঞ্জ বাপন দাসের। রক্তের ঘাটতি মেটাতে সে পৌঁছে যায় গ্রাম থেকে গ্রামে, পথসভা, নাটকের মধ‌্যে দিয়ে গড়ে তোলে সচেতনতা। আয়োজন করে রক্তদান শিবিরের।

নিজস্ব চিত্র

উদ্বুদ্ধ করে মানুষকে ‘রক্তদান, জীবনদান’ শ্লোগানে। এখানেই থেমে নেই রক্তের ঘাটতি মেটাতে বাপন দাস পৌঁছে যায় স্কুল থেকে স্কুলে, শহর, গ্রাম-গঞ্জ সর্বত্র। পাবলিক অ‌্যাওয়ারনেসের প্রয়োজনে নিয়ে নেয় ক্লাস, বোঝায় রক্তদানের প্রয়োজনীতা। ক্ষুদে শিক্ষার্থী দুচোখ মেলে নিতে থাকে মহানুভবতার পাঠ, সংকল্প গ্রহণে মুখরিত হয়ে ওঠে ক্লাসরুম, সমস্বরে উচ্চারিত হয়’রক্তদান, জীবনদানের’ শিক্ষা-শ্লোগানে। এভাবেই গ্রাম থেকে গ্রামে, হাটে-বাজারে অথবা শহরের পাড়ায় পাড়ায় পৌঁছে যায় বাপন দাস। আর এই মহতী উদ‌্যোগেই উত্তরবঙ্গ জুড়ে ‘সকল জনের কাছের মানুষ’ হয়ে উঠেছে বাপন। জেলার ২৫% শতাংশ রক্তের ঘাটতি পূরণ হয় তারই উদ‌্যোগে। তাই দেশীয় সীমানা পেরিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছে ইন্দোনেশিয়ার সংস্থা।
তবে শুধু রক্তদানই নয় পাশাপাশি কুসংস্কার দুরীকরণেও লাগাতার উদ‌্যোগ নিয়ে চলেছে বাপন। স্বপ্নের বীজ বুনে চলছে রাতদিন, ছড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে শহরে। মহীরুহ দেখবার আশায় পা বাড়াছে আগামী উদ‌্যোগ নিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here