নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দুই ব্লকের সংযোগকারী পাকা সেতুর কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেতুর কাজের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক পালদেন শেরপা, ইংরেজবাজার বিডিও দেবর্ষী মুখোপাধ্যায়।বাম আমলেও মেলেনি সামান্যটুকু সহযোগিতা।
আরও পড়ুন: সেতুর কাজ পরিদর্শনে মথুরাপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
যার ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভাগীরথী নদীর উপর অস্থায়ী বাঁশের সেতু পার হয়ে চলাচল করতে হয় হাজারো গ্রামবাসীদের সেই সমস্যার কথা শোনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন ইংরেজবাজারের বিধায়ক নিহার ঘোষ।
আর যেমনি বলা, তেমনি কাজ।মুখ্যমন্ত্রীর নির্দেশে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগীরথী নদীর উপর গড়ে উঠতে চলেছে কংক্রিটের পাকা সেতু। বৃহস্পতিবার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের জ্যোতপৃথ্বি এলাকায় সেতুর শিলান্যাস করেন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।প্রায় ৬০ মিটার এই পাকা সেতু তৈরিতে খরচ হবে ৬ কোটি ৩০ লক্ষ টাকা।
ভাগীরথী নদীর এপারে রয়েছে ইংরেজবাজার ব্লক ওপারে রয়েছে কালিয়াচক ২নং ব্লক। আর এই জ্যোতপৃথ্বি এলাকায় পাকা সেতু তৈরি হলে এই দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। দির্ঘদিন ধরে বাম সরকার ক্ষমতায় ছিল। এমনকি কাজিগ্রাম এলাকাটি বামফ্রন্টের গড় হিসাবে পরিচিত ছিল।
কিন্তু ভাগীরথী নদীর উপর বাঁশের তৈরি অস্থায়ী সেতু দিয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।বিগত সরকার সেখানে কংক্রিটের সেতু তৈরি করার কোন ভাবনা চিন্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584