‘আজাদি কা অমৃত মহোৎসব’, মোদী সহ কেন্দ্রের নেতা মন্ত্রীদের ডিপিতে তেরঙ্গার ছোঁয়া

0
60

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষে গোটা বছর ধরেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সকলে যেন নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবিতে তেরঙ্গার ছোঁয়া রাখেন।

আজ ২ অগাস্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বদলে ফেললেন তাঁদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার। আর তাঁদের অনুসরণ করে আজই বদলে গেল কেন্দ্রের নেতা, মন্ত্রীদের প্রোফাইল ছবি। তথ্য-সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়াতেও দেখা গেল তেরঙ্গার ছোঁয়া। প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন , ‘‘২ আগস্ট পিঙ্গালি বেঙ্কায়ার জন্মবার্ষিকী। ইনি ভারতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিন থেকেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে ব্যবহার করুন তেরঙ্গার ছবি।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শ্রদ্ধা জানিয়েছেন পতাকার নকশা নির্মাতা পিঙ্গালি বেঙ্কাইয়ার প্রতি। উল্লেখ করেছেন তাঁর অবদানের কথা।

পাশাপাশি প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত  নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে তার ছবি শেয়ার করার জন্য। আর এর মধ্যে দিয়ে “হর ঘর তিরঙ্গা” অভিযানে অংশগ্রহণ করার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here