পাচারের আগেই বিএসএফের কবলে পণ‍্যবাহী গাড়ি, উদ্ধার লক্ষাধিক টাকার ফোন

0
68

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনাকে হারাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। আর এইসবের মধ্যে বন্ধ রাখা হয়েছে ভুটান সীমান্ত। কিন্তু তার মধ্যেই অত‍্যাবশ‍্যক পণ‍্যবাহী গাড়ি চলাচলে বিশেষ অনুমতিতে দেওয়া হয়েছে। পাশাপাশি ভুটানে যে সমস্ত গাড়ি যাচ্ছে সে গুলোতে তল্লাশি চালাচ্ছে, এস এস বি ৫৩ নং ব্যাটেলিয়নের জওয়ানরা।

batelions | newsfront.co
উদ্ধার হওয়া ফোন। নিজস্ব চিত্র

তবে গতকাল জয়ঁগা ভুটান গেটে একটি পণ‍্যবাহী গাড়ি যাওয়ার পথে সন্দেহ হয় বিএসএফের। তড়িঘড়ি সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে, ২৯ টি মোবাইল উদ্ধার করে জাওয়ানরা। পাশাপাশি বর্তমানে যার আনুমানিক বাজার মূল‍্য প্রায় চার লক্ষ টাকা বলে অনুমান রক্ষীদের। যদিও এই মোবাইল গুলো ভুটানে পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রেশনের অব্যবস্থা নিয়ে সরব জেলা কংগ্রেস

Mobile phone | newsfront.co
নিজস্ব চিত্র

এ বিষয়ে এস এস বি ৫৩ নং ব্যাটেলিয়নের কমান্ড অরবিন্দ কুমার জানান,”ওই ট্রাকে থাকা দুজন ভুটানের নাগরিককে আটক করা হয়েছে। এমনকি সমস্ত মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি, ধৃতদের জয়ঁগা কাস্টমের হাতে তুলে দেওয়াও হয়েছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here