নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সন্তানের মঙ্গল কামনায় মা একমাত্র পারে সব কিছু করতে।শুধু সিনেমা নয় বাস্তবেও মা ছেলের জন্য জীবন বাজি রাখতে পারেন।তাই গুজব শুনে বুধবার সকাল থেকে বট ও অশ্বত্থ তলায় জল ঢালার ঢল নেমেছে সকল মায়েদের মধ্যে।প্রসঙ্গত গুজব রটে যে,ওড়িশার চন্দনেশ্বরে কোন এক নবজাতক শিশু অশ্বত্থ গাছে পরিনত হয়েছে।তাই কোন এক ভক্তের স্বপ্নাদেশ হয় অশ্বত্থ গাছের নীচে যাদের একটি মাত্র সন্তান সেই মায়েদের জল ঢালতে হবে তাদের সন্তানের মঙ্গল কামনায়।

তাই বুধবার সকাল থেকে জল ঢালার ভীড় উপচে পড়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা,দেউলি,সুজানগর,বারবেলিয়া,রানিপুর,বালিসুঁচ সহ বিভিন্ন জায়গায়।সকল মায়েরা স্নান করে পবিত্র হয়ে বট,অশ্বত্থ গাছের নীচে জল ঢালতে থাকে।
আরও পড়ুনঃ গ্রামের মঙ্গল কামনায় চৌদ্দ মাদল উৎসব
এমনই এক মা অমৃতা মাইতি জানিয়েছেন,’সন্তানের মঙ্গল কামনায় সব করা যায়,সে যদি গুজব ও হয়।তাই আমরা মা কাকিমার কাছ থেকে খবর পেয়ে ভেজা কাপড়ে এসে জল ঢালছি।’সত্যিই কি কোন নবজাতক অশ্বত্থ গাছে পরিনত হতে পারে?তবুও সন্তানের মঙ্গল কামনাতে নতুন এক ‘দেবতার জন্ম’ মায়েদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584