বঙ্গ রাজনীতিতে নয়া ধারার সূত্রপাত নন্দীগ্রাম বিধায়কের

0
80

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দলীয় পতাকা নয়, জাতীয় পতাকা হাতে নিয়ে বিগত সাড়ে চার মাস ধরে একের পর এক অরাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে চলেছেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী

Suvendu | newsfront.co
ফাইল চিত্র

জড়াননি কোনও রাজনৈতিক বিতর্কে বা বেঁফাস মন্তব্যে তাও তাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, তিনি শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলে থাকবেন কিনা বা অন্য কোনো দলে যোগ দেবেন কিনা সর্বত্র এই নিয়ে চলছে আলোচনা।

Suvendu Adhikari | newsfront.co
ফাইল চিত্র

রাজনৈতিক মহল বলছে, স্বাধীনতার পর থেকে বাংলায় কোনও রাজনীতিবিদ ক্রমান্বয়ে অরাজনৈতিক কর্মসূচি-র মধ্যে থেকে এভাবে রাজনীতির শিরোনামে থাকেননি কখনো। বিভিন্ন সামাজিক কর্মসূচির মঞ্চে হাজির থেকে যেভাবে রাজনৈতিক চাপ বৃদ্ধি করছেন তা নজিরবিহীন।

আরও পড়ুনঃ গ্রামের পান্তা ভাত,মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে! গড়বেতায় মন্তব্য শুভেন্দুর

গত ২৩ জুলাই তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হয়েছে। সেখানে কোর কমিটি-সহ বিভিন্ন কমিটির শীর্ষ নেতৃত্বে থাকলেও এককভাবে কোনো জেলার দায়িত্ব পাননি শুভেন্দু অধিকারী। দলীয় সংগঠনের নতুন কাঠামোয় পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়েছে।

একাধিক জেলায় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু। সেই কমিটি ঘোষণার পর থেকে প্রাক্তন পরিবহণমন্ত্রী রাজনৈতিক মঞ্চ, দলের পতাকা ছেড়ে বিভিন্ন সামাজিক, অরাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দলনেত্রীর নামও শোনা যাচ্ছে না তাঁর মুখে।

আরও পড়ুনঃ লরির উপর অস্থায়ী মঞ্চ গড়ে আলিপুরদুয়ারে সভা সৌমিত্র’র

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রবল সক্রিয় ওঠে “দাদার অনুগামীরা”। বিভিন্ন জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়তে শুরু করে। লকডাউন চলাকালে ত্রাণ বিলি করেছেন নিজের অনুগামীদের মাধ্যমে। রান্না করা খাবার বিলি করিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে।

তারপর দুর্গাপুজো, কালীপুজোর উদ্বোধন, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হাজির থেকেছেন সবকিছুতে। নন্দীগ্রাম দিবসে ছিলেন তেখালিতে, যার ফলে দলের পক্ষ থেকে আলাদা সভা করে তৃণমুল কংগ্রেস। আর্থিক সাহায্য করেছেন বিভিন্ন ক্ষেত্রে, স্বাধীনতা সংগ্রামীর স্মরণসভায় অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ হলদিয়ায় কুণাল-লক্ষণ একই মঞ্চে, জোড় জল্পনা রাজনৈতিক মহলে

বৃহস্পতিবার ক্ষুদিরাম বসুর জন্মদিনে তমলুকে, গড়বেতায় সভা। এইরকম একের পর এক অনুষ্ঠানে অংশ নিয়ে চলেছেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক কর্মসূচিতে না থাকলেও তিনি এখন বঙ্গ রাজনীতির শিরোনামে, তাঁর নিজের দল, বিরোধী দল সব ক্ষেত্রেই আলোচনা তাঁকে নিয়ে।

দীর্ঘ সাড়ে চার মাস ধরে শুধুমাত্র সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বজায় রেখে নজিরবিহীন রাজনৈতিক চাপ তৈরি করেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার রাজনীতিতে তিনিই যে জননেতা, সেই ‘অ্যানসিড টেস্ট’ও সেরে ফেলেছেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, একথা নিঃসন্দেহে বলা যায় যে বাংলার রাজনীতিতে সম্পূর্ণ অন্য ধারার সূত্রপাত করলেন শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here