পারিবারিক বিবাদের জেরে ভাইপোর হাতে খুন কাকা

0
136

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

nephew killed uncle due to family conflict
মৃত। নিজস্ব চিত্র

পারিবারিক বিবাদের জেরে কাকাকে খুন করে ভাইপো।মৃত্যু হয় কাকা মেহেবুব মোল্লার।ঘটনাটি ঘটে ফলতা থানার মোল্লার ঠেস এলাকার জাফরপুর গ্রামে।

nephew killed uncle due to family conflict 4
মাসুদ আজাহার মোল্লা(মৃত মেহেবুব মোল্লার ছেলে)। নিজস্ব চিত্র

মৃত মেহেবুব মোল্লার ছেলে জানান,”হালিম মোল্লা ও বাট্রু মোল্লা দুপুরে মদ খেয়ে এসে আমাদের বাড়ির সামনে গালাগালি করছিলো। ওদের সঙ্গে পারিবারিক গন্ডগোল ছিলো। সেজন্য হয়তো গালাগালি করছিলো আমি শুনে বাবাকে বলি যাতে বাড়ির বাইরে না বের হয়। মানা করে আমি পুকুরে স্নান করতে যাই সেই সময় গাছের একটা পাতা পড়ে বাবা আনতে যায়। আমি স্নান করে বাড়ি ফেরার পথে চিৎকার শুনতে পাই।দৌড়ে গিয়ে দেখি বাবাকে মারছে হালিম ও বাট্রু মিলে।আমাকে দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার কয়েক জায়গায় কোপ মারে।কোন রকমে ওদের হাত থেকে বাবাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসি।”

nephew killed uncle due to family conflict 3
আহত বাট্রু মোল্লা। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসার পর কিছুক্ষণ পর হাসপালে মারা যায় মেহেবুব মোল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

nephew killed uncle due to family conflict 2
শোকস্তব্ধ পরিবার। নিজস্ব চিত্র

মৃতের ছেলে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলে সেই বাট্রু মোল্লাকেও আহত অবস্থায় নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।আহত বাট্রু মোল্লা জানান,কাকা মেহেবুব আলি মোল্লা তাদের উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে মাথায় কোপ মারতে পড়ে যাই সে পাড়ার লোকজন এসে তার কাকাকে মারে।
সব মিলিয়ে রহস্য দানা বাঁধছে।পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে ঘটনা।

আরও পড়ুনঃ মালগাড়ির তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here