নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
২০১২ সালে ঘটা নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চার আসামীর মৃত্যুদণ্ডের বাকি আর মাত্র ৯ দিন। ২২ জানুয়ারি সকাল ৭ টায় দিল্লির তিহার জেলে হবে মূল ফাঁসি।
মৃত্যুদণ্ড প্রাপ্ত পবন গুপ্ত, অক্ষয়, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে তিহার জেলের ৩ নম্বরে ফাঁসি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। এখানেই ২০১৩ সালে সংসদ হামলার আসামী আফজল গুরুকেও ফাঁসি দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ইসলামপুরে গভীর রাতে আগুনে ভস্মীভূত দোকান
ফাঁসি দেওয়ার আগে এই চার আসামীর ওজন অনুসারে ইঁট, কাঠ মাটি, ধুলো ও পাথর বোঝাই বস্তা তৈরি করে কারা কর্তৃপক্ষ মূল ফাঁসির আগে মহড়া করেন। সব ঠিকঠাক প্রস্তুত আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্যই এই মহড়া। ফাঁসির আগে এভাবেই ‘ডামি মৃত্যুদণ্ড’ পরিচালনা করে দেখা হয়।
জানা গেছে, ভারতের ইতিহাসে এই প্রথম চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে।
উত্তরপ্রদেশ কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছেন যে মীরাট থেকে আগত পবন জল্লাদ এই চার আসামীকে ফাঁসিতে ঝোলাবেন। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন কারাগারের এক প্রবীণ আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584