জুহাই সেখ,নদীয়া:
ভোট আসে ভোট যায় নেতাদের প্রতিশ্রুতি মনে থাকে না।এরকম উদাহরন হল জলঙ্গির উপর বীরপুর ঘাটের সেতু নির্মাণ।
বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন ভোটের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্মাণ হয়নি।2011 সালে পালা পরিবর্তনের সময় তৎকালীন বিরোধী দল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও মা মাটি মানুষের সরকারের বয়স সাতবছর হলেও সেরকম ইতিবাচক পদক্ষেপ চোখে পড়ছে না বলে এলাকাবাসী হতাশ।জলঙ্গির উপর বীরপুর ঘাটের সেতু নির্মাণ হলেও খুলে যেতে পারে ভারত-বাংলাদেশ বানিজ্যিক সড়কের মানচিত্র।নদিয়া জেলার এই সীমান্তবর্তী দুই থানা নাকাশীপাড়া-চাপড়ার যোগাযোগ হবে আরো নিকট।
এই অঞ্চলে চাপড়া,কৃষিজীবী মানুষের বাস।কৃষকদের কৃষিজাত পন্য নিয়ে আসতে হয় বেথুয়াডহরী বাজারে যার ফলে পরিবহন ব্যবস্থাটা ব্যায়বহুল।
মহেশনগর,হাতিশালা,আন্দুলবেড়িয়া ভালো স্কুল না থাকায় বেশীরভাগ মেধাবী ছাত্রদের আসতে হয় বেথুয়াভহরী জে সি এম হাইস্কুলে ।সন্ধ্যা ছয়টার পর ঘাট পারাবার বন্ধ হয়ে যায়।যার ফলে স্কুল ছুটি করে বাড়ি ফেরার ইচ্ছা থাকলে তা হয়ে উঠেনা।এই রকম সমস্যার সম্মুখীন হয়ে উচ্চমাধ্যমিকে নদিয়া জেলার সর্বোচ্চ স্হানাধিকারী রাকিবুল
আসতে হয়েছে বেথুয়াডহরী জে সি এম হাইস্কুলে।রাতে ফেরিঘাট বন্ধের কারণে কর্মস্থল থেকে বাড়ি ফেরার ইচ্ছা থাকলে তা হয়ে পেরে উঠে না ।এইরকম এক দৃষ্টান্ত শিক্ষিকা দরিয়া খাতুন।
1990 সালে শীতকালীন ক্রীড়াপ্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাড়ি ফিরছিল নাকাশীপাড়ার বেশকিছু স্কুলপড়ুয়া সন্ধ্যাবেলায় ঝড়ের কবলে পড়ে শিক্ষকসহ বেশ কিছু ছাত্রের শলীল সমাধি ঘটে।অতীত ঘটনাকে আজ ভাবিয়ে তোলে দুই পারের মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584