নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্কুল শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে SSC-র বিরুদ্ধে মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারাধীন এবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এল নম্বর সংক্রান্ত তথ্য বিকৃতির অভিযোগও।
নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় এক চাকরিপ্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম শুক্রবার এসএসসি-র একটি নথি আদালতে দাখিল করে বলেন যে এর আগে একটি হলফনামায় এক প্রার্থী ‘পার্সোনালিটি টেস্ট’-এ আট নম্বর পেয়েছেন বলে কমিশন জানায়। সম্প্রতি নম্বর বিভাজন অনুযায়ী মেধা-তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে, ওই প্রার্থী ৭.৫ পেয়েছেন। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ বলে মন্তব্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কমিশনের ব্যাখ্যা জানতে চান, আগামী ১৮ অগস্টের মধ্যে কমিশনকে এই বিষয়ে আদালতে জমা দিতে হবে তাদের ব্যাখ্যা। আইনজীবী ফিরদৌস শামীম জানান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহুস্তরীয় দুর্নীতি হয়েছে, এই নম্বর বিভ্রাটও দুর্নীতিরই অংশ বলে দাবি করেন তিনি। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, এই অভিযোগ সত্য প্রমাণিত হলে পুরো নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত বাতিল হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584