নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক মন্দিরের পূজারির রহস্য মৃত্যু। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে সেগুন ও বাঁশ ঝাড়ের জঙ্গলে রক্তাক্ত দেহ উদ্ধার। হাতির হানায় মৃত্যু বলে পরিবারের দাবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার উত্তর-ছেকামারি গ্রামের ঘটনা ৷ মৃত ওই পূজারির নাম ভক্তদাস শর্মা (৫৪)। সে মাদারিহাট প্রধান নগর কৃষ্ণ মন্দিরে পুজারির কাজ করতেন ৷
মৃতের ছেলে প্রকাশ শর্মা জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যা ৭-টা নাগাদ তিনি পাশের গ্রামে দুধ আনতে গিয়েছিলেন। কিন্তু বহু সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় খোঁজ শুরু করি ৷ বারংবার ফোন করলে একবার ফোন ধরে তিনি শুধু হাঁফাতে হাঁফাতে ‘টিক বাগান’। এরপর টিক বা সেগুন গাছের বাগানের খোঁজ শুরু করি ৷
আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের
শেষে তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে সেগুন বাগানে বাঁশ ঝাড়ের পাশে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিমি দূরেই জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের জঙ্গল। ফলে, স্থানীয় এবং পরিবারের ধারনা হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই পুজারির। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584