এক নজরে অস্কার ২০১৯

0
82

ওয়েব ডেস্কঃ

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর মঞ্চে থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়া বিশ্বের তারকারা অস্কার ছিনিয়ে নিলেন । অনুষ্ঠানের সূচনা হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে ।

এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্ষেত্রে অস্কারের সেরার শিরোপা কাদের হাতে:-

 

সেরা পরিচালকআলফন্সো কিউয়েরন (রোমা)

সেরা অভিনেতারামি মালেক (বোহেমিয়ান রাপসোডি)সে

রা অভিনেত্রীঅলিভিয়া কলম্যান (দ্য ফেভারিট)

সেরা সহ অভিনেতামাহেরশালা আলি (গ্রিন বুক)

সেরা সহ অভিনেত্রীরেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

সেরা বিদেশি ছবিরোমা

সেরা মৌলিক গানলেডি গাগার ‘শ্যালো’ (আ স্টার ইজ বর্ন), প্রথমবার অস্কার পেলেন লেডি গাগা

সেরা মৌলিক চিত্রনাট্য (অরিজিনাল স্ক্রিনপ্লে)গ্রিন বুক

সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবিলাইভ অ্যাকশন

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মবাও

সেরা অ্যানিমেটেড ফিচারস্পাইডারম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স

সেরা সম্পাদনাবোহেমিয়ান রাপসোডি

সেরা সিনেম্যাটোগ্র্যাফিরোমা (আলফন্সো কিউয়েরন)

সেরা সাউন্ড মিক্সিংবোহেমিয়ান রাপসোডি

সেরা সাউন্ড এডিটিংবোহেমিয়ান রাপসোডি

সেরা প্রোডাকশন ডিজাইনব্ল্যাক প্যান্থার

সেরা কস্টিউম ডিজাইনব্ল্যাক প্যান্থার

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিংভাইস

সেরা ডকুমেন্টারি ফিচারফ্রি সোলো

সেরা ভিজ্যুয়াল এফেক্টসফার্স্ট ম্যান

তবে এবারের অস্কারে ভারতবর্ষের জন্য বাড়তি উন্মাদনা ছিল।একাডেমি  অ্যাওয়ার্ডের “ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল গুনিত মোঙ্গা প্রযোজিত ভারতীয় সমাজে ঋতুস্রাব নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার বিষয়ক জটিলতার উপর স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’। এই  ছবির পরিচালক রায়কা জেতাবচি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here