ওয়েব ডেস্কঃ
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর মঞ্চে থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়া বিশ্বের তারকারা অস্কার ছিনিয়ে নিলেন । অনুষ্ঠানের সূচনা হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে ।
এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্ষেত্রে অস্কারের সেরার শিরোপা কাদের হাতে:-
#UPDATE Alfonso Cuaron wins three #Oscars for "Roma" but "Green Book" is best film https://t.co/lfdwuof2oQ pic.twitter.com/UgxiQZbvPc
— AFP news agency (@AFP) February 25, 2019
সেরা পরিচালক – আলফন্সো কিউয়েরন (রোমা)
সেরা অভিনেতা – রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি)সে
রা অভিনেত্রী – অলিভিয়া কলম্যান (দ্য ফেভারিট)
সেরা সহ অভিনেতা – মাহেরশালা আলি (গ্রিন বুক)
সেরা সহ অভিনেত্রী – রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
সেরা বিদেশি ছবি – রোমা
সেরা মৌলিক গান – লেডি গাগার ‘শ্যালো’ (আ স্টার ইজ বর্ন), প্রথমবার অস্কার পেলেন লেডি গাগা
সেরা মৌলিক চিত্রনাট্য (অরিজিনাল স্ক্রিনপ্লে) – গ্রিন বুক
সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি – লাইভ অ্যাকশন
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – বাও
সেরা অ্যানিমেটেড ফিচার – স্পাইডারম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স
সেরা সম্পাদনা – বোহেমিয়ান রাপসোডি
সেরা সিনেম্যাটোগ্র্যাফি – রোমা (আলফন্সো কিউয়েরন)
সেরা সাউন্ড মিক্সিং – বোহেমিয়ান রাপসোডি
সেরা সাউন্ড এডিটিং – বোহেমিয়ান রাপসোডি
সেরা প্রোডাকশন ডিজাইন – ব্ল্যাক প্যান্থার
সেরা কস্টিউম ডিজাইন – ব্ল্যাক প্যান্থার
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং – ভাইস
সেরা ডকুমেন্টারি ফিচার – ফ্রি সোলো
সেরা ভিজ্যুয়াল এফেক্টস – ফার্স্ট ম্যান
As Lady Gaga accepted the Oscar for best original song she said, "If you have a dream, fight for it. There's a discipline for passion, and it's not about how many times you get rejected or you fall down, or you're beaten up. It's about how many times you stand up, and are brave" pic.twitter.com/iYR8SUMrgL
— AFP Entertainment (@AFPceleb) February 25, 2019
তবে এবারের অস্কারে ভারতবর্ষের জন্য বাড়তি উন্মাদনা ছিল।একাডেমি অ্যাওয়ার্ডের “ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল গুনিত মোঙ্গা প্রযোজিত ভারতীয় সমাজে ঋতুস্রাব নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার বিষয়ক জটিলতার উপর স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’। এই ছবির পরিচালক রায়কা জেতাবচি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584