নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কারও সর্বনাশ, কারও পৌষমাস! করোনা অতিমারি পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ নিদারুণ সমস্যায় পড়েছেন ঠিক তখনই প্রতি ৩০ ঘন্টায় একজন করে বিলয়নেয়ারের সংখ্যা বেড়েছে বিভিন্ন দেশে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সমীক্ষা সংস্থা অক্সফ্যাম ইন্টারন্যাশনাল।
পাশাপাশি অক্সফ্যামের রিপোর্টে এও বলা হয়েছে যে, করোনা আবহে সারা বিশ্বে সম্পদ বন্টনের বৈষম্য আরও গভীরতর হয়েছে। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক অধিবেশনের প্রকাশিত ‘প্রফিটিং ফ্রম পেইন’ শীর্ষক এক প্রতিবেদনে অক্সফ্যাম জানিয়েছে,করোনাকালে নতুন করে ৫৭৩ জন ‘১০০ কোটির মালিক’ হয়েছেন।
আরও পড়ুনঃ মুসলমান ভেবে প্রৌঢ়কে পিটিয়ে খুন, অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী, ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
অন্যদিকে, অক্সফ্যামের প্রতিবেদনে বলা হয়েছে করোনা কালে সারা পৃথিবীতে ২৬ কোটিরও বেশি মানুষ ভয়াবহ আর্থিক অনটনে পড়েছেন। অর্থাৎ, প্রতি ৩৩ ঘণ্টায় প্রায় ১০ লক্ষ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন। গত বছরও ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক অধিবেশনে অক্সফ্যামের প্রতিবেদন ‘দ্য ইনইক্যুয়ালিটি ভাইরাস’-এ বলা হয় ভারতে লকডাউনের সময় ধনকুবেরদের আয় বৃদ্ধি হয়েছিল ৩৫ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584