বস্তিবাসীদের মধ্যে কম্বল বিতরণ

0
204

নিউজ ফ্রন্ট প্রতিবেদন,কল্যানী:

হাড় কাঁপানো শীতের হাত থেকে রেহাই পেতে যখন কম্বলই ভরসা তখন দুস্থ-গরীব ঝুপড়িবাসীরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে চলেছে।প্রতি মুহুর্তে চাতকের মত খুঁজে চলেছে একটু উষ্ণতার ছোঁয়া। এমনই অসহায় বস্তিবাসীদের দের সহায় হয়ে উপস্থিতি ঘটলো ‘নব-দিগন্ত’ সোসাল ওয়েলফেয়ার ট্রাস্টের।

এই সংস্থ্যার উদ্যগে আজ রবিবার কল্যানী শিল্পাঞ্চল স্টেশন সংলগ্ন বস্তিবাসীদের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। বস্তির সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় কম্বল।ছোট থেকে বড়দের পোশাকও বিতরণ করা হয় ওই দিনে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংস্থ্যার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর তথা কল্যানী মেডিকেল কলেজের ছাত্র মেহেদি হাসান মোল্লা,সমাজসেবী অশিম মন্ডল,মৌসম রেহমান,ফারহানা পারভিন,মো: ফাহিমউদ্দিন সহ আরও প্রতিনিধি এবং স্থানীয় মানুষরা।  শীতের হাত থেকে রক্ষা পেতে কম্বল সাথে পেয়ে বেজায় খুশি বস্তি মানুষগুলো। বস্তিবাসী সার্জেন যোগী বলেন “আমরা সবাই খুশি এই রকম মানুষদের সাহায্য পেয়ে। এবার শীতে হয়ত কষ্ট কিছুটা হলেও দূর হবে”। অনুষ্ঠানের পরিচালক অশিম মন্ডল ও মেহেদি হাসান মোল্লা জানান যে এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভাল লাগছে। আরও বলেন যে বস্তিবাসীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ভবিষ্যত পরিকল্পনা নিয়েও তাঁরা ভাবছেন। এক কথায় শীতের কষ্ট থেকে যে এইবারের মত তারা স্বস্তি পেলো বস্তিবাসীদের মুখের হাসিই সেই ইঙ্গিত দিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here