অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম বিদ্যালয় সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলন উৎসব২০১৮। প্রথম পর্বে সকাল ৯.৪০ মিনিটে সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাণপুরুষ ও ভূতপূর্ব প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্বামী দেবরাজানন্দজী মহারাজের পতাকা উত্তোলন,মন্ত্র পাঠ ও সমবেত প্রার্থনা সঙ্গীত “শৌর্য দাও,বীর্য দাও…”এর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। তবে মূল অনুষ্ঠানটি হয় বিবেকানন্দ অডিটোরিয়ামে।দ্বিতীয় পর্বে বৈদিক মন্ত্রপাঠ করে মিশনের ছা্ত্রাবাসের ছাত্রবৃন্দ। এর পর ঠাকুর মা ও স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অতিথিগণ।অতিথি বরণের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মিশনের প্রাক্তনী শ্রী আনন্দ মন্ডল মহাশয়। স্বাগত ভাষণ প্রদান করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের বর্তমান সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দজী মহারাজ।এই সমাবর্তনের অন্যতম মূল আকর্ষন ছিল পত্রিকা প্রাকাশকে ঘিরে।এটির পৃষ্ঠা উন্মোচন করেন স্বামী দেবরাজানন্দজী মহারাজ।এবছের পত্রিকার শিরোনাম “বাক্য পুষ্পাঞ্জলি”যার নামকরণ করেন দেবরাজানন্দজী মহারাজ এবং সম্পাদনা করেন ড. জয়দেব বিশ্বাস ।এই পত্রিকাকে সমৃদ্ধ করেছে চল্লিশের ওপর প্রাক্তনী,মহারাজ,ও সৃষ্টিশীল ব্যক্তিত্বের লেখা।প্রাক্তনীর সম্পাদক শ্রী সন্তোষ কুমার ঘোষ এই মহতী অনুষ্ঠানের রুপায়নের বিষয়ে যে বক্তব্য রাখেন তা সককে ঋদ্ধ করে। সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহারাজ তাঁর অভিজ্ঞতা ও বর্তমানে বিদ্যালয়ের পরিকাঠামো ও কার্যাবলী সম্পর্কে অবগত করেন।দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল প্রাক্তন,বর্তমান শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের পরিচয় পর্ব যেখানে হাজির ছিলেন মিশনের দেশজুড়ে ছড়িয়ে থাকা সফল ব্যক্তিত্বগণ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ,স্বামী নিত্যমুক্তানন্দজী মহারাজ ও সকলের প্রাণের মানুষ স্বামী দেবরাজানন্দজী মহারাজ ও অনেকে। অতিথিদের টিফিন ও দ্বিপ্রহরে অন্নভোজনের ব্যবস্থা ছিল।আগামী পরিকল্পনা ও ২০১৯-২০২১ সালের জন্য কমিটি গঠন ,ধন্যবাদজ্ঞাপন ও সমবেত জয়ধ্বনি ও সমাপ্ত সঙ্গীতের মাধ্যমে এই পর্বের ইতি ঘটে। তৃতীয় পর্বের মূল আকর্ষণ নাটক ” নদের নিমাই” সৈদাবাদ সপ্তর্ষি নাট্য সংস্থার দ্বারা মঞ্চস্থ করা হয়।বৈকাল চার ঘটিকায় আগামী বছরে ফিরে আসর অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
আরও পড়ুন: শ্বাশুড়ির কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584