নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
আজ রবিবার এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি সেবক রোডে পায়েল সিনেমা হলের সামনে ছাত্রছাত্রীদের একাধিক দাবিদাওয়া নিয়ে ভিড় না করে কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ করা হয়।
লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান, সকল বেসরকারি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেভাবে ফি বৃদ্ধি করছে সেই অতিরিক্ত ফি মকুব করতে হবে। অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মিদের বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে হবে। স্কুল কলেজের আসন সংখা বৃদ্ধি করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের ভর্তি সুনিশ্চিত করতে হবে। ভর্তির নামে তোলাবাজি বন্ধ করা চলবে না।
তিনি আরো জানান, ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ভ্যাকসিনের কালোবাজারি।
আরও পড়ুনঃ রেলের সঙ্গে জড়িয়ে অসংখ্য মানুষের রোজকার, লোকাল চালুর দাবিতে ডেপুটেশন ডিওয়াইএফআইয়ের
তাদের অভিযোগ, সমস্ত হাট-বাজার, মার্কেট খোলা রাখতে রাখা যেতে পারে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষার মানসিকতা নষ্ট করে দিয়ে একটা বড়ো অংশের ছাত্র ছাত্রীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। স্কুল ছুটের সংখা দিন প্রতিদিন বেড়েই চলেছে। আর তাই আমাদের দাবি অবিলম্বে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে হবে। সরকার যদি স্কুল কলেজ না খোলে তবে আগামীদিনে তারা আরো বড় আন্দোলনে যাবে বলে জানিয়েছেন এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584