সুদীপ কুমার খাঁড়া, পূর্ব মেদিনীপুর:
পূর্ব মেদিনীপুর জেলা থেকে মাধ্যমিক শিক্ষক বিভাগে এবারে শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ সরকারের “শিক্ষারত্ন ” পুরষ্কার পাচ্ছেন শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের জীববিদ্যা বিষয়ের সহ শিক্ষক গৌতম বসু। গৌতমবাবুর আদি বাড়ি কোলাঘাটে,বর্তমানে স্ত্রী-কন্যাকে নিয়ে মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে ভাড়া বাড়িতে থাকেন ।স্ত্রী আল্পনা দেবনাথ বসু স্কুল শিক্ষিকা আর কন্যা মনীষিতা বসু এম এ কমপ্লিট করে এবারে বি এড পাশ করেছেন। গৌতমবাবু পুরষ্কার পাওয়ায় পরিবার যেমন খুশি তেমনি খুশী তাঁর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল সুন্দর পাত্র সহ অন্যান্য সহকর্মী ও ছাত্রছাত্রীরা।
সেই ১৯৮৮থেকে শিক্ষকতা শুরু।
জীববিদ্যা বিভাগের শিক্ষক ।কোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে পড়া শেষ করার পর ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ও দার্জিলিং গভঃ কলেজ থেকে স্নাতকোত্তর পর শিক্ষকতায় যোগদান করেন। নিজের বিষয় এর শিক্ষকতার পাশাপাশি ছাত্রদের নিয়মিত মেডিটেশন ও এল সি ডি প্রজেকটরের মাধ্যমে আনন্দ দায়ক শিখনের ক্লাসও করান। দুঃস্থ ও মেধাবী ছাত্র -ছাত্রীদের ২৫ বছর যাবৎ বিনামূল্যে পুস্তক প্রদান করে আসছেন। এছাড়া বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের সূচনা,প্রত্যেক শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান ,বিভিন্ন পরীক্ষাগারের যন্রাংশ ও উপকরণাদি ব্যবস্থা ,ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা ,বিগত ৫ বছর ধরে একাদশ শ্রেণীতে নবাগত ২০০ জন ছাত্র-ছাত্রীদের চারাগাছ বিতরণ । ১৯৯২ সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ৮০ শতাংশের নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করে আসছন। ১৯৯৬সাল থেকে লেসার নামক বিজ্ঞান বিষয়ক দেওয়াল পত্রিকার সম্পাদনা । এ ছাড়া নানা পত্র-পত্রিকায় লেখা ও পাঠ্যপুস্তক লেখা,সম্প্রতি কবিতার বই ‘কাঁচা হাতের নক্সা’ লেখেন। বিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন ,বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গ্রীনক্লাব গঠনের মাধ্যমে সবুজায়ন ও পরিষ্কার পরিছন্নতা বজায় রাখা। নানান সমাজ -সেবামূলক কাজের জন্য নানা সমাজ সংগঠনের সাথে যুক্ত । যোগাও প্রাণায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার মহান ব্রতে কমপক্ষে ৩০০ টির বেশি নিঃশুল্ক যোগ শিবির আয়োজন করেছেন। ছাত্র-ছাত্রীদের ও সহকর্মীদের কাছে এই পুরষ্কার ঘোষণা অত্যন্ত আনন্দের ও গর্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584