নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু তদন্তের চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের SIT বা বিশেষ তদন্তকারী দল। চার্জশিটে বলা হয়েছে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন আনিশ খান, তাঁকে হত্যা করা হয়নি। চার্জশিটে বলা হয়েছে তাঁর বাড়িতে পুলিশের অভিযানের পরেই ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিসের।
আনিস খানের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে আনিসকে পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তোলা হয় তবে চার্জশিটে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে সিট। পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছিল আনিসের পরিবারের তরফে। সিটের চার্জশিটে খুনের অভিযোগ উড়িয়ে দিলেও নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ারের।
আরও পড়ুনঃ অসৌজন্যের রাজনীতি! মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের
সিটের চার্জশিটে বলা হয়েছে, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন আনিস। তার তদন্তে পুলিশ আনিসের বাড়িতে যায়। যদিও আনিসের মৃত্যু তদন্তে আগাগোড়াই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে আনিসের পরিবার। এখনো প্রশ্ন উঠছে পুলিশকে কেন মাঝরাতেই তদন্তে যেতে হল!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584