নিউজফ্রন্ট ব্যুরোঃ-
রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজো কমিটিকে প্রস্তাবিত ১০০০০ টাকা করে যে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছিল, তার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
গত সেপ্টেম্বরে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐ অনুদানের কথা ঘোষণা করেছিলেন।কিন্তু আরএসপি-র শ্রমিক সংগঠনের সম্পাদক অশোক ঘোষ এই প্রস্তাবিত অনুদানের উপর প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। প্রশ্ন ওঠে জনগণের করের টাকা নিয়ে সরকার কি এভাবে অনুদান দিতে পারে?
সেই জনস্বার্থ মামলায় আজ বিচারপতিগণ রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে জানতে চান যে- কিভাবে সরকার করের টাকা এভাবে অনুদান হিসেবে দিচ্ছে? সব ধর্মের প্রধান অনুষ্ঠানেই কি এভাবে অনুদান দেওয়া হবে?রাজ্যে কি শুধুমাত্র ২৮ হাজার পুজো কমিটি আছে? ইত্যাদি ইত্যাদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584