দেশজুড়ে পদব্রজে করোনা সচেতনতা প্রচার করে নজির গড়লেন হাওড়ার বাসিন্দা

0
94

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারি করোনা ভাইরাসের সচেতনতায় রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর সাধারণ মানুষকে সচেতন করছে, সেই সচেতনতার লক্ষ্যে এবার এগিয়ে এলেন হাওড়া জেলার উদয়নারায়ণপুর এলাকার বাসিন্দা ঠাকুরদাস শাসমল ৷ দেশের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে সচেতন করছে ঠাকুরদাস শাসমল ৷

mumbai | newsfront.co
সূত্র থেকে প্রাপ্ত ছবি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ২৫ শে আগষ্ট বর্ধমান থেকে এই অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেন ঠাকুরদাস শাসমল ৷ ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে পায়ে হেঁটে করোনা সচেতনতা প্রচার করেন ঠাকুরদাস শাসমল ৷

bangalore | newsfront.co
সূত্র থেকে প্রাপ্ত ছবি

অবশেষে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে সোমবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় উপস্থিত হন ঠাকুরদাস শাসমল ৷ ৬০০০ কিলোমিটার পথ ইতিমধ্যেই পায়ে হেঁটে ফেলেছেন ঠাকুরদাস শাসমল, দেশের একাধিক রাজ্যে খ্যাতি অর্জন করেছেন তিনি ৷

thakur das sasmal | newsfront.co
ঠাকুরদাস শাসমল ৷ নিজস্ব চিত্র

এই দিন পাঁশকুড়া রাইডার্স ক্লাব সংগঠনের পক্ষ থেকে তাঁর থাকার ব্যবস্থা সহ ক্লাব সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ৷ এদিন ক্লাব সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় মহামারি ভাইরাস থেকে আমাদের সচেতনতা প্রচার করার লক্ষ্যে যে পদক্ষেপ উনি নিয়েছেন তাতে ধন্য আমরা৷

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকেই ‘দুয়ারে দুয়ারে সরকার’, ১০ প্রকল্পে বিস্তারিত সুযোগ-সুবিধা ঘোষণা মুখ্যসচিবের

পাশাপাশি এই দিন বক্তব্য রাখতে গিয়ে ঠাকুরদাস শাসমল বলেন, “দেশের একাধিক রাজ্যে পায়ে হেঁটে সাধারণ মানুষকে সচেতন করেছি,পাশাপাশি এই মহামারি ভাইরাসে আক্রান্তদের যাতে মনোবল বাড়ানো যায় , তাদের উপর কোনরকম অবহেলা না করা হয় সেই বিষয়ের উপর নজর রাখতে হবে, দূরত্ব বজায় রেখে এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে বেরোতে হবে ৷আমি আজ অত্যন্ত খুশি পাঁশকুড়া ক্লাব সংগঠনের পক্ষ থেকে আমার থাকার ব্যবস্থা সহ আমার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে তার জন্য অত্যন্ত গর্বিত আমি।”

আরও পড়ুনঃ দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত হল আলিপুরদুয়ারের দুই তৃণমূল নেতা

পাশাপাশি কোলাঘাট সেবা সমিতির পক্ষ থেকেও তাঁকে এদিন সংবর্ধনা জানানো হয় ৷ এদিন সংবর্ধনা দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আবিদার মল্লিক, পাশাপাশি এই মহান ব্যক্তির পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here