নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরের দিনই রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা ।নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্যের সীমান্তবর্তী জেলা গুলোতে চেকিং চলছে জোর কদমে।নাকা চেকিং এই পশ্চিম মেদিনীপুরে পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণ গাঁজা।
এদিন নারায়নগর থানার রামপুরা টোল প্লাজাতে একটি ইন্ডিগো গাড়ি আটক করে পুলিশ,দুজনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০কেজি গাঁজা।
আরও পড়ুন: উদ্ধার হওয়া গাঁজায় সরকারি স্টিকার,তদন্তে নেমেছে পুলিশ
অন্যদিকে দাঁতন থানার হাসিমপুরে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।তাদের একজনের বাড়ি কটক অন্যজনের বাড়ি উদয়নারায়নপুর বলে জানা যাচ্ছে।একটি আই ১০ গাড়িতে করে এই দুই মাদক ব্যবসায়ী প্রায় ৬০ কেজি গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
হাসিমপুরের কাছেই বালাসরের কাছে পুলিশ আরো তিনজন গাঁজা পাচারকারীকে ৮০কেজি গাঁজা সহ গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর এই তিনজন রেনাউল্ট গাড়িতে গাঁজা নিয়ে কটক থেকে খড়গপুর যাচ্ছিল।সারাদিন নাকা তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584