নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বিভিন্ন দাবিতে শিক্ষক দিবসের দিনে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হল পার্শ্বশিক্ষকরা। বৃহস্পতিবার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে পূর্ণ শিক্ষকের মর্যদা প্রদানের দাবিতে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে আলিপুরদুয়ার জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয় ।


আরও পড়ুনঃ আলোচনায় মিলল না সমাধান,আন্দোলন জারি ছাত্রীদের
এদিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাশ্বশিক্ষকরা জমায়েত হয়ে প্রথমে আলিপুরদুয়ার শহরে একটি মিছিল করে তার পর মিছিলটি ডুয়ার্সকন্যাতে এসে শেষ হয়। পরবর্তীতে সর্ব শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয় ।
পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের উত্তরবঙ্গ কনভেনর সিরাজুল হক জানান, “আমাদের দাবি অবিলম্বে পাশ্বশিক্ষক দের পূর্ণ শিক্ষকদের মর্যদা প্রদান করতে হবে এবং এই দাবিতে আজ শিক্ষক দিবসের দিনে পথে নেমেছে পার্শ্বশিক্ষকরা ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584