নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মাটিগাড়া থানায় পুলিশ হেপাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মাটিগাড়া থানার তিনজন পুলিশ কর্মী ও দুজন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হল। জানা গিয়েছে যে পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবের নির্দেশে বিভাগীয় তদন্ত চলাকালীন ওই পাঁচজন পুলিশ কর্মীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই পুলিশ কর্মীদের নাম জানাতে চায়নি পুলিশকর্তারা। যদিও ওই পাঁচজন পুলিশ কর্মীর জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রসঙ্গত বুধবার মাটিগাড়া থানার পুলিশ বেচন রায় নামে এক ব্যক্তিকে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
এরপরই ওই ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় হাসপাতালে আসতে। এরপর এই খবর পেয়ে মাটিগাড়া ব্লক হাসপাতালে গিয়ে দেখতে পান যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে ওই ব্যক্তির পরিবারের লোকজনেরা।
এবং দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এমনকি মাটিগাড়ার মহানন্দা ব্রিজে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান বেচন রায়ের পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584