শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়ার চাকদা থানার অন্তর্গত গৌরনগর ঘাটে ভাগীরথীর জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের। চাকদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ছাত্রের নাম জ্যোতির্ময় ঘোষ ও উৎপল সিংহ। নদীতে ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে বিপর্যয় সংস্থার কর্মী । মৃত দুই ছাত্রের বাড়ি চাকদহ শহরে। এরা দুজনই দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে।
জানা গিয়েছে যে সোমবার বিকেলে ওই দুই ছাত্র তাদের বন্ধুদের সাথে ভাগীরথীর গৌরনগর ঘাটে বেড়াতে যায়।সেখানে কোনভাবে ভাগীরথীর জলে পড়ে যায় ওই দুই বন্ধু।বাকীরা পুলিশকে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধারে জোর তল্লাশি শুরু করে ।
তবে পুলিশ সূত্রে খবর, কিভাবে জলের মধ্যে এরা পড়ল সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই দুই ছাত্র চাকদহের পূর্বাচল বিদ্যামন্দিরের ছাত্র।প্রসঙ্গত উল্লেখ যে একমাস পূর্বে ওই গৌরনগর ঘাটে এইভাবে জলে ডুবে মৃত্যু হয়েছিল কয়েকজনের।
দুই ছাত্রের জলে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584