বনদফতরে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই

0
40

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়ায় বনদফতরের কর্মী নিয়োগে, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে দুজনকে আটক করলো বাঁকুড়া সদর থানার পুলিশ।সম্প্রতি বনদফতরে অস্থায়ী কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিলাপ শেষ হতেই অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে বাঁকুড়া সদরে।

arrested | newsfront.co
ধৃত ব্যক্তি। নিজস্ব চিত্র

বনদফতরের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নীলকান্ত কর্মকার এবং নাড়ুগোপাল কুম্ভকার নামে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় মানুষজন। পরে তাদের তুলে দেয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে।

forest office | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি চাকরি করে দেওয়ার নামে প্রায় দু লক্ষ টাকা করে নিচ্ছিলেন। তারপরই বনদফতরের মধ্যেই ওই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় কিছু মানুষজন। তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। ওই দুই অসাধু ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ করোনা টেস্ট, সেফ হোম বাড়ানোর দাবি মহিলা সাংস্কৃতিক সংগঠনের

তবে বেকার যুবকদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে বলে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।৪০৬/ ৪১৮/ ৪২০/ ৩৪ ধারায় ধৃত ওই দুই ব্যক্তির নামে মামলা রুজু করা হয়েছে বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে। এদিন তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here