তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সোমবার প্রার্থীপদে নাম ঘোষনার পর আজই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে প্রবেশ করতেই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকদের আবেগে ভেসে গেলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী দীপা দাসমুন্সী।দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইসলামপুর শহরে প্রথমে হুড খোলা গাড়িতে এবং পরে পায়ে হেঁটে পথসভা করলেন প্রয়াত সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী ইউপিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী।শেষ পর্যন্ত প্রার্থীপদের দাবি পূরন হওয়ায় উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা। হাসিমুখে কর্মী সমর্থকদের সব দাবি পূরন করার পাশাপাশি কর্মীদের সাথে সেল্ফি তোলার আবদারও পূরন করলেন কংগ্রেসের জনপ্রিয় নেত্রী দীপা দাসমুন্সী।কচিকাঁচাদের কাছ থেকে ফুচকা চেয়ে খেলেন তিনি।জেলায় প্রথম প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী বলেন, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মাটি কংগ্রেসের মাটি।জেলার কংগ্রেস কর্মীদের আবেগ ও দাবিকে মান্যতা দিয়ে এখানে তাকে প্রার্থী করা হয়েছে।বিগত লোকসভা নির্বাচনে সামান্য ভোটে তিনি পিছিয়ে ছিলেন।
আরও পড়ুনঃ দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেসকে আসন সমঝোতার বার্তা বামফ্রন্টের
এবার প্রথম প্রিয়রঞ্জন দাসমুন্সীর অনুপস্থিতিতে ভোটের লড়াইয়ে নামছেন।প্রিয়দার স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং কেন্দ্রে একটি শক্তিশালী কংগ্রেসের সরকার গড়তে রায়গঞ্জের মানুষ তাকে এবার বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584