সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির ভাল-মন্দ নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘বিভ্রান্তি’

0
245

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ফেসবুক ফ্রেন্ড’ শর্ট ফিল্মের পর ‘বি এইচ ফিল্মস প্রোডাকশন’-এর পরবর্তী নিবেদন ওয়েব সিরিজ ‘বিভ্রান্তি’।
ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক তিওয়ারি। চিত্রনাট্য লিখেছেন জয় মুখার্জি।সিনেমাটোগ্রাফার শঙখদীপ দত্ত।

webseries | newsfront.co

‘বিভ্রান্তি’র হাত ধরে ফের জুটি বাঁধছেন স্নেহা মুখার্জি এবং শবর নারায়ণ মিশ্র। সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপিস্থিতি কতটা মানুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে তার আঁচ পাওয়া যাবে এই ওয়েব সিরিজে।

জীবনে সঠিক পথে চলার জন্য সঠিক ব্যক্তির বড় প্রয়োজন। সেটাও জানান দেবে ‘বিভ্রান্তি’। ‘বিভ্রান্তি’র শুটিং হয়েছে বাঁকুড়ায়। ছবির সঙ্গীত পরিচালক নবারুণ দাশগুপ্ত। গান গেয়েছেন দেবারতি দাশগুপ্ত সরকার এবং নবারুণ দাশগুপ্ত। মেক আপ-এ মৌসুমী এবং প্রিয়াস।

আরও পড়ুনঃ ডিপ্রেশন কমাতে হাজির ইনস্ট্রুমেন্টাল ফিউশন

প্রসঙ্গত, সাংবাদিকতার পেশা ছেড়ে স্নেহা পা বাড়িয়েছেন অভিনয়ে। বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে দেখাও গিয়েছে তাঁকে। পাশাপাশি বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন স্নেহা। অন্য ভাষার ছবিতেও কাজ করছেন স্নেহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here