ভাস্কর ঘোষ, জঙ্গিপুর, ৯ ডিসেম্বরঃ-
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বাশুরির বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কা থানার আন্দুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম টনি বিবি (২১)। ফরাক্কার আন্দুয়া গ্রামে তাঁর বাড়ি। মৃতদেহটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনার পর থেকেই মৃতার স্বামী আসরাউল শেখ ও শ্বাশুড়ি পলাতক। ঘটনায় খবর লেখা পর্যন্ত মৃতার বাপের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
স্থানীয় ও মৃতার বাপের বাড়ির পরিবারের লোকেদের সূত্রে জানা গিয়েছে, আসরাউল প্রায়দিনই মদ খেয়ে রাতে বাড়ি ফিরে তার স্ত্রী টনি বিবিকে মারধোর করে। এমনকি মাঝেমধ্যেই বাড়ি থেকে বের করে দিত বলেও অভিযোগ। শুক্রবার দুপুরে তাকে তার স্বামী আসরাউল ও শ্বাশুড়ি মিলে ব্যাপক মারধোর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন। তার শরীরের দ্রুত অবন্নতি হওয়ায় সেখানের চিকিৎসকেরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। সেখানে শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়।
মৃতার দাদা ফিটু শেখ বলেন, শুক্রবার সকালে বোন ফোন করে বলে-” যে আমার স্বামী ও শ্বাশুড়ি মিলে খুব মারধোর করছে। থাকতে পারব না। আমাকে নিয়ে যাও। তারপর খবর পায় বোন বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি আছে। আমি সেখানে এসে দেখি বোনকে পুড়িয়ে মেরেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সন্ধ্যেই আসরাউল ও তার মায়ের নামে ফরাক্কা থানায় অভিযোগ করবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584