নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহিলাদের আইনী সচেতনতা বাড়াতে উদ্যোগী রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।এদিন লীনা গঙ্গোপাধ্যায় সহ মোট চার জনের এক প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলাতে আসেন তদারকিতে। মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠকের আগে তারা মেদিনীপুর সংশোধনাগার সহ বেশ কয়েকটি স্থান প্রথমে পরিদর্শন করেন। সেখানে অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন, এরপর মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠকের পর মেদিনীপুরের হোমের উদ্দেশ্যে রওনা দেন এই প্রতিনিধিদলটি।
সেখানে হোমের সঙ্গে তাদের সমস্যা সম্পর্ক জনিত বক্তব্য শোনেন। এদিন লীনা গঙ্গোপাধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন আইনি সচেতনতা বাড়াতেই কলেজে কলেজে ক্যাম্পেনিং বা শিবির করা হবে।এই উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি,এই প্রথম।এক বছরে প্রায় ৪৫০ কলেজে এই শিবির করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের নিরাপত্তায় তৎপর নোদাখালি থানার পুলিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584