নিউজ ফ্রন্ট, মেদিনীপুর: মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে বিশ্ব নাট্য দিবস পালিত হলো মেদিনীপুর শহরে কৃষ্টিসংসদ ভবনে । নাট্য দিবসের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন গণনাট্য সংঘের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। এসময়ের নাটক নিয়ে বলেন জেলার প্রবীণ নাট্য ব্যক্তিত্ব প্রনব চক্রবর্তী । প্রণববাবু বলেন, বর্তমান সময়েও নাটকই একমাত্র মাধ্যম যা সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে পারে।
তিনি আরোও বলেন নাটক সমাজের দর্পণ। তিনি নবীন প্রজন্মকে আরো বেশি করে নাট্যচর্চার আহ্বান জানান। মফঃস্বলে বর্তমান সময়ে নাট্যচর্চায় খানিকটা ভাঁটা পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। নাটকের বার্তা পাঠ করলেন শুভ বন্দ্যোপাধ্যায়। নাটকের গান পরিবেশন করে গণনাট্যের কৃষ্টিসংসদ শাখা। আবৃত্তি পরিবেশন করেন বিশ্বজিৎ কুন্ডু।তিন তিনটি একক অভিনয় পরিবেশন করেন নবীন প্রজন্মের তিন নাট্যশিল্পী পিন্টু দাশ,সোমা মন্ডল ও শৌভিক মহান্ত। উপস্থিত বিদগ্ধ নাট্য ব্যক্তিত্বদের প্রশংসা কুড়ায় এদের দুরন্ত অভিনয়। দুটি অনু নাটক পরিবেশন করে কৃষ্টিসংসদ ও ক্রান্তিক শাখা। কৃষ্টিসংসদ পরিবেশন করে হিমাদ্রী সান্যালের লেখা “আর দেরি নয়” অণু নাটকটি।অন্যদিকে ক্রান্তিক শাখা পরিবেশন করে দীপক রায়ের লেখা “ঈশ্বর” অণু নাটকটি।এই দুই নাটকে পিনাকী মজুমদার, মুস্তাক আলী, মাধবী পাল,কান্তি মুখার্জি, রবীন ব্যানার্জী,নিশীথ দাস, শুভ দাশদের দুরন্ত অভিনয়
উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। নাটক দেখতে আসা দর্শক শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার কথায় , সুস্থ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এই ধরনের নাট্যচর্চার আরও আরও বেশি করে প্রয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584