নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পেট্রোল গ্যাসের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী তারই প্রতিবাদে আজ নিউটাউন ইকোপার্ক পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাল ওয়েলফেয়ার পার্টি কলকাতা মেট্রো সিটি। এদিন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী জানান, যখন লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে মানুষের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার দিন দিন পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েই চলেছে।
তিনি আরো বলেন, সরকারের করণীয় ছিল এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, সরকার তা না করে কিছু কিছু কর্পোরেটদের অধিক মুনাফা লাভের স্বার্থে সাধারণ মানুষের শোষণ করছে। বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের তৃনমূল সরকারও দায়ী এইজন্য। রাজ্য যদি নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল-ডিজেলের ট্যাক্স না নেয় তাহলে বাংলার জনগণকে দুয়ারে সরকারে যাওয়ার আর প্রয়োজন হয়না।
আজকের বিক্ষোভ থেকে তারা জানায়, পেট্রোল জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবিলম্বে কমাতে হবে, নাহলে আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামবে দল। পাশাপাশি এদিন দলটির কনভেনার সফিকুল ইসলাম বলেন, যেখানে করোনা মহামারীতে মানুষ নাজেহালের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সেই সময় আমরা দেখছি কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন রকম হেলদোল নেই।
আরও পড়ুনঃ টেট পরীক্ষায় ‘প্রশ্ন ভুল’ মামলায় প্রাথমিক বোর্ড সভাপতিকে জরিমানার নির্দেশ হাইকোর্টের
তিনি আরও জানান, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ থেকে ছাঁটাই হচ্ছে তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, বরং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের শোষণ করছে। এছাড়া এদিন বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পার্টির মেট্রো সিটির সহকারী কনভেনর তাজউদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা, ফ্র্যাটারনিটি মুভমেন্ট -এর রাজ্য সম্পাদক নঈম সেখ সহ অন্যান্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584