নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই বছর দেশের উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলিতে পালন করা হবে ‘যোগ দিবস’। এই বছরের যোগ দিবসের থিম ‘মানবতার জন্য যোগ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কর্ণাটক সফরের দ্বিতীয় দিনে তিনি যোগ দিবসের অনুষ্ঠানে এদিন সকালে যোগ দিলেন ঐতিহাসিক ‘মাইসোর প্যালেসে’। আজ মাইসোর প্যালেসে মোদীর সঙ্গে মাইসোর প্যালেসে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সহ ১৫ হাজার জন।
ভারতকে বিশ্ব দরবারে মেলে ধরতে এবারের যোগ দিবসকে বেছে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই সমগ্র মহাবিশ্ব আমাদের দেহ এবং আত্মা থেকে শুরু হয়। মহাবিশ্ব আমাদের থেকে শুরু হয়। এবং যোগব্যায়াম আমাদের মধ্যে থাকা সব কিছু সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। যোগ লক্ষ লক্ষ মানুষের মনে শান্তি আনবে। পাশাপাশি গোটা বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করবে। এইভাবে যোগব্যায়ামই পারে দেশের মানুষ এবং দেশকে সংযুক্ত করতে পারে এবং যোগ আমাদের সকলের সমস্যা সমাধান করবে।‘ এছাড়া কর্ণাটক সফরের প্রথমদিন কর্ণাটকের জন্য বেশ কিছু বড় প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চালু হওয়া এই নয়া প্রকল্পগুলি তৈরি করতে মোট খরচ ২৭ হাজার কোটি টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584