শ্যামল রায়,কলকাতাঃ
সোনার তরী আবৃতি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের উদ্যোগে হাওড়া জেলার রশিদপুর গ্রামের রথ তলায় গত ১৭ই আগস্ট অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষা উৎসব এর পাশাপাশি রাখী বন্ধন উৎসবেরও মর্যাদা পেল।
নাচ গান শ্রুতি আলেখ্য আলোচনা প্রভৃতি অনুষ্ঠিত হয়।সোনার তরীর কর্ণধার তৃষা ভট্টাচার্য অনুষ্ঠানটির নামকরণ করেন শ্রাবণে স্বাধীনতার বন্ধন।যে নামকরণই তৃষা ভট্টাচার্য বুঝিয়ে দেন অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে।রাখী বন্ধন নিয়ে এবং স্বপ্নের বর্ষা নিয়ে।
স্থানীয় প্রতিভাবান শিল্পীদের উপস্থিতিতে এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে এই ধরনের অনুষ্ঠান নতুন মাত্রা পেল এলাকায় মানুষের কাছে।
আরও পড়ুনঃ হাজারদুয়ারী নিউ প্যালেসের সামনে গঙ্গাপাড় ঘেঁষে কবিতা উৎসব
প্রথম উদ্বোধনী সংগীত তারপর নাচ গান,নাটক ,শ্রুতি আলেখ্য,আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।বিভিন্ন ধরনের বিষয়ে অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা করেছিলেন বিশিষ্টজনেরা।এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেচারাম ভট্টাচার্য্য ,চন্দন দোলুই ,সোমনাথ চক্রবর্তী ,পৌষালী ঘোষ ,শ্রেয়ান মুদি, আনন্দ পালিত ,অনন্ত পণ্ডিত, প্রদীপ দে প্রমূখ।
চর্চা কেন্দ্রের প্রশিক্ষিকা তৃষা ভট্টাচার্য আরো জানিয়েছেন যে নাচে ছিলেন মনামি, ঈশিতা, পূজা, রিমি প্রমূখ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অন্বেষা রায়।
তৃষা ভট্রাচার্য বলেন, “এই ধরনের উৎসব এলাকার মধ্যে প্রথম।আমার প্রধান উদ্দেশ্য হলো এলাকার প্রতিভাবান ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা এবং আগামী দিন যাতে আরো ভালো জায়গায় পৌঁছতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতার জন্যই এই ধরনের উৎসব করা।”তিনি নিজেও একজন বাচিক শিল্পী এবং কবি বলে পরিচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584