অধীর চৌধুরীকে ভাইফোঁটা দিলেন দিদি, দেখতে চান তাকে মুখ্যমন্ত্রীর আসনে

0
81

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুরে রেনুকা মারডি’র বাড়িতে ভাইফোঁটা নিতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শত ব্যস্ততার মধ্যেও যে দিদি তার ছেলের শবদেহ রেখে লোকসভা ভোটে নিজের দাদা অর্থাৎ অধীর চৌধুরীকে পুনরায় সাংসদ পদে জয় করিয়ে দিতে ভোট দিতে যেতে ভোলেননি।

adhir chowdhury | newsfront.co
রেনুকা মারডি ফোঁটা দিচ্ছেন অধীর চৌধুরীকে। নিজস্ব চিত্র

অধীর বাবু তার এই আন্তরিকতা কখনও ভুলতে পারবেন না। তাই আজকের দিনে তার বাড়িতে এলেন ভাইফোঁটা নিতে। তবে দিদি বরাবরই তাকে দাদা বলে সম্বোধন করেন।

bhai phonta | newsfront.co
মিষ্টি মুখ। নিজস্ব চিত্র

কিন্তু ২০১৭ সালে তার নিজের দাদা মারা যান, তারপর থেকেই অধীর চৌধুরী কে তিনি নিজের দাদা হিসাবে মনে করেন।

আরও পড়ুনঃ ভাইফোঁটার দিনে মহিলাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার দিলীপের

অধীর বাবুর হাতে তুলে দিলেন উপহারস্বরূপ ব্লেজার এবং দিদিকেও উপহার তুলে দিলেন বহরমপুর সাংসদ। রেনুকা মারডি’র মনের ইচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুন অধীর রঞ্জন চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here