কবির হোসেন, মুর্শিদাবাদঃ
বৃষ্টিকে উপেক্ষা করে উপচে পড়া ভিড় দুয়ারে সরকারে। শনিবার সালার থানার অন্তর্গত মালিহাটি কান্দরা হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল। এদিন বৃষ্টির জলকে উপেক্ষা করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সকাল দশটার সময় কর্মসূচি চালু হয়। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু ইত্যাদি কাউন্টার থাকলেও লক্ষীর ভান্ডারে বেশি ভিড় লক্ষ্য করা যায়।
সালার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ব্যবস্থাপনায় একসঙ্গে তিনটে স্কুলে ক্যাম্প পরিচালিত হয়। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু প্রভৃতি কাউন্টার খোলা হয়। লক্ষীর ভান্ডারকে মাথায় রেখে সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী এই ব্যবস্থায় নিযুক্ত হয়।
আরও পড়ুনঃ ভর্তির বিজ্ঞপ্তি জারি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে
দফায় দফায় মুষলধারায় বৃষ্টি হলে ব্লক সমষ্টি আধিকারিক আশিস মণ্ডল আবেদনকারীদের জন্য ত্রিপলের ব্যবস্থা করেন। স্থানীয় মহিলাদের উৎসাহও লক্ষ্য করা যায়। তারাও এই ব্যবস্থাপনায় খুবই খুশি। এছাড়া সালার স্থানীয় ব্লক প্রশাসনের পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্মীরা দুয়ারে সরকার পরিকল্পনাটি সফল করতে সাহায্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584